শুক্রবার ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২
দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণপাড়া যুবলীগ নেতার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ২৩.০৫.২০২৫ ১:৩৪ এএম |



 দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণপাড়া যুবলীগ নেতার মৃত্যুইসমাইল নয়ন।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার সাত দিনপর মিজানুর রহমান ভূইয়া নামে (৪৮) এক যুবলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত স্বজনদের দাবি,ব্যবসায়ীক শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড হয়েছে।
নিহত মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূইয়া বাড়ীর মরহুম হুমায়ুন কবির মাষ্টারের বড় ছেলে। এবং ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
নিহতের ছোট ভাই শরিফ আহমেদ ভূইয়া জানান, আমার বড় ভাই একজন ঠিকাদার ছিলেন ঘটনার দিন আমার ভাইকে তার ব্যবসায়িক পার্টনার ফোন করে নগরীর কুমিল্লা দৌলতপুর যেতে বলে আমার ভাই সেখানে যেতে অস্বীকৃতি প্রকাশ করেন। তারপরও অনেক রিকোয়েস্টের পর আমার ভাই সেখানে যায়। সেখানে গিয়ে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আমার ভাইকে কিছু দুর্বৃত্তরা ইট দিয়ে মাথায় সজরে আঘাত করে তখন আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে এখান থেকে ভাইয়ের শ্যালক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা টাওয়ার হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখানে তার অবস্থা অবনতি হলে তাকে মাথায় অপারেশন বিভিন্ন চিকিৎসা প্রদান করে সেখান থেকে তার অবস্থা আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (২২ মে)ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মিজানুর রহমান ভুইয়া মারা যায়।
এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন ঘটনার পরেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলায় আমরা একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি । যেহেতু হত্যা হয়েছে মামলাটি হত্যা মামলায় কার্যক্রম শুরু হবে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি,এসপি, ভিসিসহ ২৬ জন
৫২ জনকে পুশইনের তথ্য দিলো বিজিবি
বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই
দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী আটক
দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণপাড়া যুবলীগ নেতার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ডিসি, এসপি, ভিসিসহ ২৬ জন
কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইনের তথ্য দিলো বিজিবি
বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই
কুমিল্লার দাউদকান্দিতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী আটক
যুক্তরাজ্যে ২২ দিনেও খোঁজ মেলেনি বাংলাদেশি তরুণীর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২