অফিসে
শুধু সিসি ক্যামেরা লাগিয়ে নয়, আইনের কঠোর প্রয়োগে দুর্নীতি কমবে। এছাড়া
দুর্নীতি বিরুদ্ধে ধর্মীয় জ্ঞান অর্জনে ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তাদের
ভুমিকা পালন করতে হবে। একক কারও পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, সকলের
সম্মিলিত প্রচেষ্টায় এর নিয়ন্ত্রণ সম্ভব। দুর্নীতি রোধে গণমাধ্যমের কঠোর
ভুমিকা থাকতে হবে। এছাড়া প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে
সোচ্চার হলেই দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক
প্রতিযোগিতায় বিতার্কিক শিক্ষার্থীরা এমন দাবি করে। উপজেলা প্রশাসন ও
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাকিয়া সরওয়ার লিমা, মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা একেএম মীর হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের
পরিচালনায় অনুষ্ঠানে মডারেটর ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
আবদুল্লাহ আল মামুন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের
প্রভাষক সাহেরা খান, সাথী তরফদার ও সানজিদা আক্তার। ট্রাইমার ছিলেন শিক্ষক
আবুল খায়ের পাটোয়ারী। বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে চৌদ্দগ্রাম
মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় টিম চ্যাম্পিয়ান, মিয়াবাজার তোষণ রফিক
বালিকা উচ্চ বিদ্যালয় টিম রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়
চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মাঈশা তারান্নুম। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি
এ আর বাচ্চু খাঁসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি বিদ্যালয়ের
শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এছাড়া রচনা প্রতিযোগিতায় চৌদ্দগ্রাম মাধ্যমিক
পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজা আক্তার লুবনা প্রথম, চৌদ্দগ্রাম
এইচ জে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শামীম দ্বিতীয় ও
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুদ্বীপ দেবনাথ তৃতীয় স্থান অর্জন
করে। অতিথিবৃন্দ বিজয়ী টিম, বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও অংশগ্রহণকারী
সকলের মাঝে মেডেল বিতরণ করেন।