কুমিল্লার দেবিদ্বারে দোকানের তালা কেটে ৪০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার খাদিজা শিল্পালয়ে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার জুয়েলারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.নাছির উদ্দিন বলেন, দিনের বেলায় তালা ভেঙে এভাবে চুরি হওয়া এটি আইনশৃঙ্খলা যে অবনতি হচ্ছে এর প্রমাণ। কয়েকদিন পর পর স্বর্ণ দোকানে চুরি হচ্ছে। আমরা যারা ব্যবসায়ী আছি শান্তিতে ঘুমাতে পারি না। এভাবে চলতে থাকলে আমরা পথে বসতে হবে। এই চোর চক্রকে খুঁজে বের করতে হবে।
খাদিজা শিল্পালয়ের মালিক মো. জাকির হোসেন বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পূর্বে দোকান তালা রেখে নামায পড়ার জন্য মসজিদে যাই। এসে দেখি তালা ভাঙা, দোকানের প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে যায় চোর চক্র। তালাগুলোও চোর নিয়ে গেছে।
এ বিষয় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্বর্ণ উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।