সোমবার ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা
দেবিদ্বারে রুবেল হত্যারকাণ্ডে জড়িত দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৫ এএম |





দেবিদ্বারে রুবেল  হত্যারকাণ্ডে জড়িত  দুই ছাত্রলীগ  নেতা গ্রেপ্তারকুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা  আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের  ধলাহাস গ্রামের নিজ বাড়ি থেকে মো. জোবায়ের হোসেন(২০) ও ফয়সাল আহমেদ(২২)কে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছের দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেপ্তার জোবায়ের হোসেন গুনাইঘর উত্তর ইউনিয়নের  ধলাহাস গ্রামের মধ্যপাড়ার মো.শাহজালালের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ফয়সাল একই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রাজ্জাক রুবেল মারা যায়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। 
নিহত আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করলেও কয়েকদিন পরই আসামীরা জামিনে বের হয়ে যান। বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন কেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। 
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে একাধিক ভিডিও ও স্থিরচিত্রে জোবায়ের ও ফয়সাল রুবেল হত্যাকাণ্ডের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের রুবেল হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের  মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 













সর্বশেষ সংবাদ
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ খাবার রাখুন পাতে
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসিq
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
‘শাবল দিয়ে মাথা ও বুকে আঘাত, ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে সফিউল্লাহকে হত্যা করে রাসেল’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২