কুমিল্লার
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা
আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই
নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল বুধবার (১৪ মে) রাত
সাড়ে ১২ টার দিকে পুলিশ উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের
নিজ বাড়ি থেকে মো. জোবায়ের হোসেন(২০) ও ফয়সাল আহমেদ(২২)কে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছের দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)
ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেপ্তার জোবায়ের হোসেন গুনাইঘর উত্তর
ইউনিয়নের ধলাহাস গ্রামের মধ্যপাড়ার মো.শাহজালালের ছেলে এবং ইউনিয়ন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ফয়সাল একই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে
ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৪ আগস্ট সরকার পতনের এক দফা
দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে দেবিদ্বার পৌর এলাকার
বানিয়াপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রাজ্জাক রুবেল মারা যায়। এ ঘটনায় পৃথক
দুটি মামলা দায়ের করা হয়।
নিহত আবদুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপী
আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা
করেছে পুলিশ তাদের গ্রেপ্তার করলেও কয়েকদিন পরই আসামীরা জামিনে বের হয়ে
যান। বিচারক তাদেরকে জামিন দিয়ে দেন কেন। আমি আমার স্বামী হত্যার বিচার
চাই।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ
বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে একাধিক ভিডিও ও স্থিরচিত্রে
জোবায়ের ও ফয়সাল রুবেল হত্যাকাণ্ডের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের
রুবেল হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।