কুমিল্লার
দেবিদ্বারে তালা কেটে স্বর্ণ দোকানে চুরির ঘটনায় এক দম্পত্তিকে গ্রেপ্তার
করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গত
শুক্রবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার কুমিল্লা ইপিজেড এলাকার একটি স্বর্ণ
দোকানে স্বর্ণ বিক্রি করতে গেলে ওই দোকানের মালিকের সন্দেহ হলে দোকান মালিক
তাদের আটক করেন। রোববার (১৮ মে) দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে
কারাগারে পাঠায় দেবিদ্বার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর
জেলার কচুয়া উপজেলার পালগিরি পশ্চিম পাড়ার মৃত আবদুল্লাহর ছেলে মো.করিম
ওরফে প্রকাশ আবদুল মতিন ( ২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচথুবি ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা
বিউটির বাড়ির ভাড়াটে। শারমিনের বাড়ি জেলার বুড়িচং উপজেলায়।
জানা গেছে,
গত শুক্রবার জুমার নামাযের সময় পৌর এলাকার বারেক প্লাজার খাদিজা শিল্পালয়ের
দোকানের তালা কেটে প্রায় ৪০ ভরি স্বর্ণ চুরি হয়। এ ঘটনার পর একই দিন
সন্ধ্যায় চোর চক্রের দুই সদস্য স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কুমিল্লার ইপিজেড
এলাকার একটি স্বর্ণ দোকানে এক ভরি ৫ আনা স্বর্ণ বিক্রি করতে গেলে দোকান
মালিক মো. শাহাদাত হোসেনের সন্দেহ হলে তিনি পুলিশ খবর দেন। পরে দেবিদ্বার
থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল একদল পুলিশ নিয়ে তাদের আটক করে থানায়
নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও
তার কোন প্রমাণ দেখাতে পারেনি।
ইপিজেড এলাকার স্বর্ণ ব্যবসায়ী মো.
শাহাদাত হোসেন বলেন, তারা দুইজন এক ভরি ৫ আনা গহনা বিক্রি করতে আমার
দোকানে নিয়ে আসেন। তাদের কথাবার্তা অসংলগ্ন ও তারাতারি বিক্রি করে চলে
যাওয়ার জন্য বললে আমার সন্দেহ হয়। একই দিনে দেবিদ্বারে খাদিজা শিল্পালয়ের
মালিক জাকির হোসেনের দোকানে চুরি হওয়ার ঘটনা জানতে পারি। জাকির হোসেন আমার
আত্মীয় হয় । পরে দম্পত্তিকে আটক করে জাকির হোসেনকে জানাই । পরে পুলিশ এসে
দম্পত্তিকে আটক করে এবং স্বর্ণ জব্দ করে।
এ বিষয় দেবিদ্বার থানার অফিসার
ইনচার্জ ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আটক দম্পতির কাছ থেকে এক
ভরি ৫ আনা স্বর্ণ জব্দ করা হয়েছে। আটকদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান
চালানো হয়েছে। তাদের সঙ্গে একটি শক্তিশালী চোরচক্র কাজ করেছে। রবিবার
দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতে তাদের রিমান্ডের
আবেদন করা হবে।