সোমবার ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী দায়িত্বশীল সমাবেশ
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৩৫ এএম |


বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তরজেলা উদ্যোগে কুমিল্লা -৫ বুড়িচং - ব্রাহ্মণপাড়ার নির্বাচনী এলাকার দায়িত্বশীল সমাবেশ বুড়িচং উপজেলা সদরে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর ও কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য আমীর অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত  কুমিল্লা ৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. এডভোকেট মোবারক হোসাইন, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শাহ জালাল।
সভাপতিত্ব করেন কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার আসন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার এবং পরিচালনা নির্বাচনী এলাকার সদস্য সচিব অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান আতিকী,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন,  কুমিল্লা মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি আব্দুল কাইয়ূম মজুমদার, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান খান মাসুৃম, কুমিল্লা মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ সানা উল্লাহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন  ঢাকা মহানগরীর মতিঝিল দক্ষিণ বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলার জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক ফারুক চৌধুরী ও সুলতান আহমদ, কুমিল্লা  কারিগরি কলেজের সভাপতি ও বুড়িচং সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রবিউল আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মুহাম্মদ মুমিনুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়ন এর আমীর মুহাম্মদ তাজুল ইসলাম মাষ্টার, মোকাম ইউনিয়নের আমীর মুহাম্মদ গোলাম মোস্তফা, ময়নামতির আমীর মাওলানা নুরুজ্জামান, ভারেল্লা উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ, ভারেল্লা দক্ষিণের আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি গন অংশগ্রহণ করেন।













সর্বশেষ সংবাদ
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ খাবার রাখুন পাতে
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসিq
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
সীমান্তে সর্তক বিজিবি
পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২