সোমবার ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
এনআইডির পরিচালকসহ ইসির ৮ কর্মকর্তা বদলি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৩৫ এএম |


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে কর্মরত এসব কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
এসব বদলির বিষয়ে বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমানের স্বাক্ষরিত আলাদা ৫টি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রশাসনিক ব্যবস্থার কারণেই এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক করা হয়েছে। এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব এবং সাধারণ সেবা শাখার উপসচিব মো. সাইফুল ইসলামকে বদলি করে এনআইডি শাখার পরিচালক করা হয়েছে।  
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপ-পরিচালক, এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে বদলি করে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং নির্বাচন কমিশনে উপসচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডি শাখার উপ-পরিচালক করা হয়েছে।
এই কর্মকর্তাদের মধ্যে উপ-পরিচালক মো. রশিদ মিয়া এবং ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এর আগে বদলি করা হলেও তারা নতুন কর্মস্থালে যোগ দেননি। গত বছরের ১৪ অক্টোবর মো. রশিদ মিয়াকে বদলি করে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয় এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে বদলি করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়। কিন্তু তারা ইসির ওই আদেশ আমলে না নিয়ে ঢাকায় রয়ে যান।
বদলি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এটা প্রশাসনিক সিদ্ধান্ত। যাদের বদলির আদেশ হয়েছে, তা কার্যকর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণেই এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বাস্তবায়নের দায়িত্বটাও আমাদের।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি নির্বাচন কমিশনে সবচেয়ে বড় রদবদলের ঘটনা ঘটে। সেদিন একসঙ্গে ৮টি প্রজ্ঞাপনে বদলি করা হয় মোট ৬২ জন ইসি কর্মকর্তাকে। সংস্থাটির উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে বড় রদবদল করা হয়।














সর্বশেষ সংবাদ
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ খাবার রাখুন পাতে
‘পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো’ লিখে কলেজশিক্ষার্থীর ‘আত্মহত্যা’
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
মায়ামিতে কঠিন সময় পার করছেন মেসিq
ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
সীমান্তে সর্তক বিজিবি
‘শাবল দিয়ে মাথা ও বুকে আঘাত, ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে সফিউল্লাহকে হত্যা করে রাসেল’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২