বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক নবম শ্রেণির শিক্ষার্থী
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০১ এএম |


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে একজন আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান (১৮)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে। 
শুক্রবার (৯ মে) ভর্তি পরীক্ষা চলাকালীন অ্যাকাডেমিক ভবন-২ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বেরোবি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের সন্তান মো. আজমাইন ফাইকের (রোল: ১৫৩৩৮৬)। পরীক্ষা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আজমাইনের পরিবর্তে নবম শ্রেণি পাস সোবহান নামের একজনকে পরীক্ষা দিতে দেখে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের পরিবর্তে গাজীপুরের আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তিনি নবম শ্রেণি পাস এবং স্থানীয় একটি সিএসই গ্রুপে কর্মরত রয়েছেন। নবম শ্রেণি পাস হওয়া স্বত্বেও উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার পেছনে উদ্দেশ্য এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।












সর্বশেষ সংবাদ
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
জুনায়েদের নির্বাক চোখ মাকে খুঁজে বেড়ায়!
বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সময় বিজিবির হাতে আটক ৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম থেকে বাস চুরি করে যাত্রী নিয়ে যাচ্ছিলো ঢাকায়
টিপুকে শীঘ্রই বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে পাবো: আসিফ আকবর
কুমিল্লা জেলা ইয়োগা এসোসিয়েশনের প্রথমসাধারণ সভা অনুষ্ঠিত
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২