কুবি প্রতিনিধি:
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে গাঁজাসহ একজন ছাত্রলীগ নেতা ও তিন
শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে
হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা
করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযানে ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষ
থেকে গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম, লোক
প্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আরিফ আশরাফ, ফার্মেসি বিভাগের
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হোসাইন জিদনী এবং প্রত্নতত্ত্ব
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।
আটক ওয়াসিফুল ইসলাম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুবি শাখার সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও
সংগঠনের আলোচিত নেতা রেজা এলাহীর ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।
হল
প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'