আবু সুফিয়ান ।।
কুমিল্লা
সাংস্কৃতিক জোটের পালাবদল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায়
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণিল আয়োজনে এ পালাবদল ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে
বর্ষবরণ আলোচনা, আপনজন সম্মাননা, স্মারক প্রকাশনা, কবিতা আবৃত্তি,
পুরস্কার বিতরণ, ধারাবাহিক নেতৃত্বের পালাবদল, সাংস্কৃতিক পরিবেশনা ও পালা
নাট্য পরিবেশন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.
নেয়ামত উল্যা ভূঁইয়া, এড. শহিদুল হক স্বপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন
পালাবদল পর্ষদের আহবায়ক আবুল হাসানাত বাবুল ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে
কার্যকরী কমিটি ১৪৩২ ঘোষণা করা হয়। নতুন সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার,
কার্যকরী সভাপতি বেলায়েত হোসেন কনক, সভাপতি মন্ডলীর সদস্য ইউনুস উল্ল্যা,
সভাপতি মন্ডলীর সদস্য এড. নাজনীন আক্তার কাজল, সভাপতি মন্ডলীর সদস্য
অধ্যক্ষ জাকের হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য মাসুদ মজুমদার, সভাপতি মন্ডলীর
সদস্য রসিক কবি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, যুগ্ম সাধারণ
সম্পাদক ইশতিয়াক আহমেদ পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক পপি সূত্রধর, যুগ্ম
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান
শিশির, সহ সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, অর্থ সম্পাদক মইনুদ্দীন খাঁন
মাহাদী, প্রকাশনা সম্পাদক এড. দিলীপ কুমার চন্দ, দপ্তর সম্পাদক নাফিজুল
আলম, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক কিবরিয়া হাসিব,
আপ্যায়ন সম্পাদক আয়েশা সিদ্দিকা সোমা, কল্যাণ সম্পাদক শিপন হোসেন মানব,
কার্যনির্বাহী সদস্য বশির আহমেদ, খায়রুল আজিম শিমুল, মো. বিল্লাল
হোসেন,শাহাদাৎ হোসেন, সুলতানা পারভীন দ্বিপালী, ইমরান মাসুদ, আজাদ সরকার
লিটন, নুসরাত জাহান চৌধুরী, উম্মে হাবিবা শিপু, রাজিয়া সুলতানা রোজা,
জাহাঙ্গীর হোসেন মৈশান, জাকির হোসেন জুয়েল, অভিজিৎ সরকার ও তাসনিমুল
ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, আমি না খেয়ে বাঁচতে
পারবেন। তবে সভ্যতা সংস্কৃতি ছাড়া বাঁচতে পারবেন না। কুমিল্লা এক সমৃদ্ধ
জনপদ। গত ১৬ বছরে সব নষ্ট করে দিয়েছে। ধ্বংস করে ফেলেছে। যে তোমায় ছাড়ে
ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা! ঠিক আমরাও বলি, যে তোমায় ছাড়ে, ছাড়ুক আমরা
কুমিল্লা ছাড়বো না। এভাবে কুমিল্লার ঐতিহ্য আবার ফিরে আসুক। এ বিষয়ে আমি
কুমিল্লার ডিসিকে বলে যাবো। আপনারা সাংস্কৃতিক কাজে এগিয়ে আসুন। যে কোন
সহযোগীতায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের পাশে আছি।
অনুষ্ঠানে মানবিক
উদ্যোগে সক্রিয় পত্রিকা কুমিল্লার কাগজ'কে আপনজন সন্মাননা প্রদান করে
কুমিল্লা সাংস্কৃতিক জোট। বৈশাখী শোভাযাত্রায় যেমন খুশি তেমন সাজো
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে কুমিল্লা কলেজ থিয়েটার, দ্বিতীয় স্থান
অর্জন করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও তৃতীয় স্থান অর্জন করে খেলাঘর আসর
কুমিল্লা। এ সময় সকল অংশগ্রহণকারী সকলকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়।