মহান
মে দিবস উদযাপন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লা জিলা পরিবহন
শ্রমিক ইউনিয়নরেজি: নং-বি ৯৩৮ এর উদ্যোগে শাসনগাছা বাসটার্মিনালে শ্রমিক
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: আবুল কাশেমের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক ও কোতয়ালী থানা বিএনপি’রআহ্বায়ক রেজাউল
কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো:
ইদ্রিস মিয়া।
মহা মে দিবসের তাৎপর্য ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।
তিনি বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকদের স্বার্থ বিরোধী শ্রম আইন ২০১৮ এর
সংশোধনী এবং জরুরী পরিসেবা আইন বাতিল করতে হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন
বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে আশা ব্যক্ত করেন।
পরিবহন শ্রমিকদের জন্য মৃত্যু ফান্ডের টাকা জীবন বীমার টাকা, দ্রুত
বাস্তবায়নের দাবী জানান। সড়ক দুর্ঘটনার মামলা তদন্ত সাপেক্ষে জামিনের
পরিবর্তে চালকের জামিনের ব্যবস্থা সহজ করতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ
তদন্তকারী সংস্থা উদঘাটনের পরিবর্তে মধ্যস্বত্বভোগীরা ফয়দা লুটাচ্ছে।
বিআরটিএ নতুন লাইসেন্স ইস্যু ও নবায়নে সকল প্রকার দুর্নীতি বন্ধের দাবী
জানান।
আরো উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো: হোসেন, সহ-সভাপতি
তোফাজ্জল হোসেন, ফরহাদ হোসেন, হুমায়ুন কবির। সহ সম্পাদক আব্দুল মালেক, শরীফ
মিয়া, আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন মামুন, প্রচার সম্পাদক
বাবুল মিয়া, দপ্তর সম্পাদক ইউসুফ খান, ক্রিয়া সম্পাদক মিজানুর রহমান, সদস্য
বাদল মিয়া, আবুল বাশার লিটন, রফিকুল ইসলাম, আবুল হোসেন, আতিকুর রহমান,
মনসুর, বাসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি
টার্মিনাল এলাকা পদক্ষিন করে।