ঢাকা
গাজীপুরে মব ভায়োলেন্সে ও বানোয়াট মিথ্যা অভিযোগ সাজিয়ে নির্মমভাবে
নির্যাতন চালিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও
সুন্নী আলেমে দ্বীন, মাওলানা শহীদ রইস উদ্দিন এর নৃশংস হত্যাকান্ডে জড়িতদের
দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে কুমিল্লার
চান্দিনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া
দরগাহ শরীফের ভক্ত মুরিদানগণ।
শনিবার ( ৩রা মে) সকাল ৯ টায় চান্দিনা
বাস স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। এতে বক্তব্য
রাখেন-রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতি কাজী
ছিদ্দিকুর রহমান নাজিরী, মাওলানা এম.এ মবিন আনোয়ারী, মাওলানা মিজানুর রহমান
নাজিরী, মাওলানা জাফর আহমাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা ইউসুফ রেজভী,
মাওলানা মোবারক হোসেন কাদেরী, মুফতী আবদুল হাকিম নাজিরী, মাওলানা হুমায়ুন
কবির নাজিরী, মাওলানা কাজী আবদুর রশিদ, কবির হোসেন মিয়াজী, আবদুল হালিম
রনি, মাওলানা আবদুল কাদের, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ওয়ালী উল্লাহ,
মাওলানা শাহ আলম, মো. আবদুল হাকিম, মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, মো.
আবু হানিফ, মো. সালাহ উদ্দিন, কাজী মনির হোসেন, মো. উসমান গণি, মো: ফারুক
হোসেন, মো: বিল্লাল হোসেন ও মো: ইউনুস প্রমুখ। এসময় বক্তারা - অবিলম্বে
নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টটি বাতিলের দাবী জানান।
এই দিকে
সুন্নী সংগঠক শহীদ মাওলানা রইস উদ্দীনকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা
করায় তীব্র প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার ও শাস্তির
দাবিতে বেলা ১১টায় একই স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাআত চান্দিনা উপজেলা
কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে চান্দিনা উপজেলা আহলে সুন্নাত ওয়াল
জামাআত নেতা-কর্মীরা। চান্দিনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ শেষ করে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দিনা মোকাম বাড়ি ঈদগাহে গিয়ে
মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন তরা।