কুমিল্লার
লাকসামে আজ বুধবার (৩০ এপ্রিল) রোকসানা আক্তার(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৩
নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম থেকে লাকসাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার
করেন।
নিহত গৃহবধু ওই গ্রামের মোগল বাড়ির মৃত শহীদ উল্লাহর ছেলে পারভেজ
হোসেন ফয়সালের স্ত্রী এবং একই ইউনিয়নের পলকোট গ্রামের আলী আশরাফের মেয়ে।
লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ,
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৭-৮ মাস আগে একই ইউনিয়নের
পলকোট গ্রামের আশরাফ আলীর মেয়ে রোকসানা আক্তারের সঙ্গে ইসলামী শরিয়ত
মোতাবেক সামাজিক ভাবে পারভেজ হোসেন ফয়সালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই
স্বামীর সঙ্গে নানাহ বিষয় নিয়ে ওই গৃহবধুর বনাবনি হচ্ছিলো না। এ নিয়ে
স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন সকালে
শাশুড়িসহ গৃহবধূ রোকসানা একসঙ্গে নাস্তাও খেয়েছেন।
কোনো এক ফাঁকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই গৃহবধু ফাঁস দেন।
একাধিক
সূত্রে জানা গেছে, গত ১০-১২ দিন ধরে ওই গৃহবধুর স্বামী ফয়সাল বাড়ি নেই।
তিনি একটি ডিমের গাড়িতে হেলপার হিসেবে কাজ করেন। ঘটনার দিনও বাড়ি ছিলেন না।
তবে তিনি মাঝে মধ্যে মাদক সেবন করে বলে গুঞ্জন রয়েছে। পারিবারিক কলহের
কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করেছেন।
লাকসাম থানা
পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, সংবাদ পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ সাধারণ ডাইরী (জিডি) মূলে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।
তিনি জানান, পরিবারের লোকজন এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।