বিশ্বকাপ
আরচারির স্টেজ-২ এর খেলা হবে চীনের সাংহাইয়ে। আগামী ৬ থেকে ১১ মে
অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ আরচারি দল চীন যাচ্ছে
রোববার।
বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নেবেন। এর মধ্যে
রিকার্ভ ডিভিশনে তিনজন, অন্য দুইজন কম্পাউন্ডে । রিকার্ভের তিনজন আরচার
হচ্ছেন-আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। কম্পাউন্ডে হিমু
বাছাড় ও বন্যা আক্তার।
বিশ্বকাপের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন
তীরন্দাজরা? লক্ষ্যইবা কী? এসব কথা জানাতে শনিবার বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশন ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ আরচারি
ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন,
তাদের প্রথম লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস
অলিম্পিক গেমস সামনে রেখে কম্পাউন্ডে র্যাংকিংয়ে উন্নতি করতে চান।
বিশ্বকাপে
আগে পদক পেয়েছে বাংলাদেশ। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে
অ্যাডহক কমিটির সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের
অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সাথে
আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি
সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের
রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে
প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।’
বিশ্বকাপে
আরও বেশি আরচার পাঠানোর পক্ষে মত দিয়েছেন ফেডারেশনের সভাপতি ড. মোঃ মোখলেস
উর রহমান, ‘দেশ-বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোনো
গ্যাপ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন অংশ নিতে পারতাম।
সেখানে যাচ্ছেন মাত্র পাঁচজন আরচার। আমরা সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে
এসব খেলায় সম্পন্সর পাওয়া কোনো বিষয় না।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।