লক্ষ্মীপুরকে
৩-০ গোলে হারিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপে কুমিল্লা ভ্যানুর
(জোন) ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা। সোমবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাথে
মুখোমুখি হবে।
শনিবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাগতিক
কুমিল্লা ৩-০গোলে লক্ষ্মীপুরকে হারায়। শুরু থেকেই আক্রমনাত্মক খেলে
কুমিল্লা দল। দলের মেহেদী ২ ও আরিফ ১ গোল দিয়ে নিজেদের সক্ষমতা জানান দেয়।
ফাইনালে
কুমিল্লা দল ভালো করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন দলের কোচ জামাল হোসেন
জানান, সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতে কুমিল্লা দল প্রত্যাশা অনুযায়ী ভালো
করায় খেলোয়ার ও ক্রীড়ামোদীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের জন্য দোয়া
প্রার্থনা করেন তারা।