আচমকাই
আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো
রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো
হয়নি ঠিক কী কারণে আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন প্রোটিয়া এই
পেসার। প্রায় এক মাস পর নীরবতা ভাঙলেন রাবাদা নিজেই। জানালেন নিষিদ্ধ মাদক
গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি।
জানা গিয়েছে, গত
জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে
পজিটিভ প্রমাণিত হয়েছেন। কী ধরণের মাদক তিনি গ্রহণ করেছেন, সেটাও নিশ্চিত
হওয়া গিয়েছে এরইমাঝে। রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছেন।
তবে
এটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না বলে
নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। আর ঠিক এই কারণেই সাময়িকভাবে নিষিদ্ধ
হয়েছেন তিনি। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ ঠিক কতদিন তা এখন পর্যন্ত জানা
যায়নি। ফক্স ক্রিকেটের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও মিস করতে পারেন তিনি।
নিজের
নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে রাবাদা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সম্প্রতি
ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ-
একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি।'
নিজের ওপর আসা শাস্তিটাও মেনে নিচ্ছেন
এই পেসার, ‘ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নেইনি। এই সুযোগ
আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে
নিচ্ছি এবং আবার এই প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।’
২৯ বছর বয়েসী
এই পেসার জানান, পরবর্তী যাত্রায় এই মুহূর্ত আমাকে সংজ্ঞায়িত করবে না। আমি
সবসসইয় যা করেছি, সেই কাজটিই করে যাব। প্রতিনিয়ত কঠোর পরিশ্রম এবং পূর্ণ
নিবেদনের সঙ্গে খেলে যাওয়া।