প্রদীপ মজুমদার :
সাবেক
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালের জন্মদিন পালন ও
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ায় কুমিল্লার লালমাইয়ে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদলের
নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত
কমিটির আহবায়ক কামরুল হাসান লোকমান ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা
শরিফ হোসেন সোহেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বাগমারা বাজারে ধাওয়া
করে ছাত্রলীগ নেতা মনির হোসেন (২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক
মনির হোসেন উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে।
সে ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।
এর
আগে গত ২১ এপ্রিল বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর সাবেক
অর্থমন্ত্রী মুস্তফা কামালের বাড়ি সংলগ্ন জামান ফিলিং স্টেশনের সামনে
নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের
কয়েকজন নেতা। সেই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী
মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেয়
ছাত্রলীগ নেতা মনির হোসেন।
মঙ্গলবার বিকেলে কেক কাটা ও স্লোগানের একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
লালমাই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ছাত্রদলের
নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেনকে ধরে মঙ্গলবার রাতে
থানায় সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে সদর দক্ষিণ থানায় প্রেরণ করা হয়েছে।