শনিবার ৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
মুরাদনগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪১ এএম |


কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা।
রবিবার উপজেলার কোম্পানীগঞ্জের কাচ্চি সাব রেস্টুরেন্টে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার নগরপাড় এলাকার সফল নারী উদ্যোক্তা নাজিয়া সুলতানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্যোক্তা মেলায় মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশত নারী উদ্যোক্তা ও প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
এসময় মেলার আয়োজক উদ্যোক্তা নাজিয়া সুলতানা নতুন প্রশিক্ষনার্থীদের ঘরোয়া ও  ভেজাল মুক্ত উপায়ে বিভিন্ন আইটেম মিষ্টি তৈরীর প্রশিক্ষণ প্রদান করেন।
উদ্যোক্তা মেলায় অংশ নেয়া নারী উদ্যোক্তা সানজিদা সুলতানা, জাকিয়া সুলতানা, সামিয়া আক্তার, ইনথিয়া বর্ষা, শারমিন আক্তার, সাদিয়া আক্তার, সোনিয়া আক্তার, ইয়াছমিন আক্তার ও গৌরী রায়সহ সকল নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সামাজিক অবস্থান এবং আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য নতুন প্রশিক্ষনার্থীদেরকে উৎসাহ প্রদান করেন।
মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা নাজিয়া সুলতানা বলেন, জ্ঞান ও অভিজ্ঞতা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং নারীদের স্বাবলম্বী হয়ে উঠার সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন।
এখানে অনেক এলাকা থেকে নারীরা এসেছে। সকলের মিলিত অভিজ্ঞতায় নতুন ও দক্ষ উদ্যোক্ত তৈরী হবে বলে আমার বিশ্বাস। একটা সময় আমিও বেকার জীবন কাটিয়েছি। এখন সেই বেকারত্ব পেছনে ফেলে নিজে স্বাবলম্বী হয়েছি। এখন নারীদের পিছিয়ে থাকার দিন নেই। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই তৈরি হবে আগামীর সফল নারী উদ্যোক্তা।














সর্বশেষ সংবাদ
দুই পেনাল্টির ম্যাচে জিতল মোহামেডান
২৪ বছর পর দাবায় তিতাসের শিরোপা
ফাহিমের জোড়া গোলে আবাহনীকে হারাল কিংস
ইংলিশ লিগে ব্যর্থ ইউনাইটেড ইউরোপার ফাইনালের পথে
ভারত সিরিজ যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে: ফাহিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
১০ মামলায় পরোয়ানাভুক্ত বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জাহের গ্রেপ্তার
কুমিল্লা শ্রম আদালতে রায়ের অপেক্ষায় ১৫২ মামলা
কুমিল্লায় বর যাত্রীর খাবার চুরি : বর ও কনে পক্ষের মধ্যে ''তুলকালাম কাণ্ড''
লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২