দক্ষিণাঞ্চলের জেলা সমূহের কমিটি গঠন করতে সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন দেন।
দক্ষিণাঞ্চলের আওতায় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা দক্ষিণ (মহানগর ও জেলা) অঞ্চলের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এসব কমিটিকে ৩০ দিনের মধ্যে কমিটি প্রস্তাবনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ এনসিপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় বাংলাদেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে। বৃহত্তর কুমিল্লা অঞ্চলে দলকে জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠিত করার দায়িত্ব পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্। বিগত কিছুদিন যাবত নাভিদ কুমিল্লায় দলীয় কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল সহযোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। নাভিদ কুমিল্লা জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির পর কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি, এইচএসসি পাশ করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ল’ ডিপার্টমেন্ট থেকে সম্মান ডিগ্রি নিয়ে পরবর্তীতে ইংল্যান্ডের কার্ডিফ ইউনিভার্সিটি থেকে মানবাধিকার বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। নাভিদ নওরোজ শাহ্ কুমিল্লাবাসীর সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে এনসিপির পতাকাতলে সমবেত হয়ে দেশমাতৃকার সেবায় এগিয়ে আসার আহবান জানান।