বাংলাদেশ
ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল),প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক
অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০এপ্রিল)সকাল ১০টায় কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ
কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভূঁইয়া।
এসময় তিনি
বলেন, বাংলাদেশে যে পরিমান জনসংখ্যা রয়েছে,তাদেরকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে
আমরা মানবসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, শিক্ষার্থীদের
পড়ালেখার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। দক্ষতা অর্জনে পিছিয়ে
থাকার কারণে বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে এগিয়ে থাকলেও রেমিট্যান্সে পিছিয়ে
রয়েছি।কেননা বাংলাদেশের মানবসম্পদ রপ্তানির ৫৪শতাংশ লেবার হিসাবে
যাচ্ছেন।তাই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে সারাদেশে
১০৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ গামীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে
যাচ্ছে।
তিনি আরো বলেন, যিনি যে বিষয়ে দক্ষতা অর্জন করতে স্বাচ্ছন্দ বোধ করেন, তাকে সেই বিষয়ে জ্ঞান আহরণ করার পরামর্শ প্রদান করেন।
সভায়
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেডের
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো.শওকত আলী।সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা
প্রশাসক মো.আমিরুল কায়ছার।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত
জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া,বিএমএডির অতিরিক্ত মহা পরিচালক আবদুল
হাই,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম,কুমিল্লা
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো.কামরুজ্জামান, কুমিল্লা
আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিডি প্রমুখ।