রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৬ হাজার৩০৪ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৪
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৫৫ এএম |



নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ২০ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লা দাউদাকন্দির তালতলী ও একই উপজেলার জুরানপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে ওই চার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের হেফাজতে থাকা ১৬ হাজার ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়।
রবিবার দুপুরে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী এলাকা থেকে মোঃ সোহাগ মোল্লা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থাকা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়।
এছাড়া একই দিন একই উপজেলার জুরানপুর এলাকা থেকে শাহাদাত হোসেন শান্ত (২৬), হৃদয় মিয়া (২৩) এবং মোঃ শাহিন মিয়া শাকিল (২৩) নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজতে থাকা ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র‌্যাব বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মোল্লা (২৮) চাঁদপুর জেলার মতলব উত্তরের নয়াকান্দি গ্রামের মোঃ রফিকুল ইসলাম মোল্লার ছেলে, মোঃ শাহাদাত হোসেন শান্ত (২৬) কুমিল্লার দাউদকান্দির জুরানপুর গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেন মিয়াজীর ছেলে, হৃদয় মিয়া (২৩) একই উপজেলার ভরারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং মোঃ শাহিন মিয়া শাকিল (২৩) একই উপজেলার জুরানপুর গ্রামের মোঃ মমিন মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২