ছাত্র-জনতা
ইতিহাসের রাক্ষসী নামের সেই চিহ্নিত মহিলা ও দুঃশাসককে বিতাড়িত করেছে।
এরপর থেকেই নতুন করে একটা ভালো সরকার আসুক এবং সুন্দরভাবে দেশ পরিচালিত হোক
সে প্রত্যাশা করেন মানুষের।
মানুষ অপেক্ষায় আছেন একটি সুষ্ঠু,সুন্দর
নির্বাচনের জন্য। তাদের প্রত্যাশা আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সে
নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে।
শনিবার
১৯ (এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ৬ নং
ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াসিন এসব কথা বলেন।
কর্মী
সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে সাজাতে হবে যাতে করে
আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে আস্থাশীল দল হিসেবে গ্রহণ করে।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিএনপি দেশের মাটি ও মানুষের কাছে
একটি আস্থার রাজনৈতিক দল । এ দলের অনেক আদর্শ এবং নৈতিকতা রয়েছে আমাদেরকে
সেটা ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে
অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে এসময় আরও বক্তব্য
রাখেন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি হাজী
জসীমউদ্দীন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য
সচিব শফিউল আলম রায়হান, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।