রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ২৩.০৩.২০২৫ ২:৩৯ এএম |




 কুমিল্লায় সাংবাদিকদের উপর  হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার সকালে নগরীর মোঘলটুলী এলাকায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক গণমাধ্যম কর্মী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সুধী সমাজও এতে অংশ নেয়। 
মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। গণমাধ্যম কর্মীরা দাবি করেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কে অপসারণ করতে হবে। 
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মীর শাহ আলম,  কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের রিপোর্টার জাহিদ হাসান, এনটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহজাদা এমরান, বিএফইউজে সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্যাহ মিয়াজি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনসহ শতাধিক গণমাধ্যমের রিপোর্টার ও ক্যামেরা পার্সনগণ। 
একইদিন বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও কুমিল্লায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কর পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে যমুনা টেলিভিশন ও চ্যানেল ২৪ এর চারজন সাংবাদিক মারধরের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ফাঁকা গুলি বর্ষণ করে। পরে কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরিস্থিতি শান্ত হলে আহত সাংবাদিকদের কে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এই ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিকরা।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক খোকন চৌধুরী একটি অভিযোগ দায়ের করেছেন। যা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোন অফিশিয়াল অভিযোগ করে নি।














সর্বশেষ সংবাদ
পবিত্র আশুরা আজ
বাঙ্গরায় ৩ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৮
মোবাইল চুরি নিয়েথানায় অভিযোগের ক্ষোভ থেকেই মুরাদনগরে তিন খুন!
জামায়াত যেনতেন নির্বাচনচায় না
মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নকাণ্ড মাস্টারমাইন্ড শাহপরান কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মুরাদনগরের তিনজনের নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেপ্তার দুই
জামায়াত যেনতেন নির্বাচন চায় না : কুমিল্লায় বললেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন- ড. রশিদ আহমেদ হোসাইনী
কাউকে না পেয়ে গ্রাম পুলিশ দিয়ে কবর খনন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২