বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১:৫০ এএম |




 মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের  সম্মেলন ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে “উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল” বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতী শামছুদ্দোহা আশরাফী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআন হলো শ্রেষ্ঠত্বের প্রতীক। যে মানুষ তার জীবন কুরআন মত সাজাবে, সে মানুষের জীবন শ্রেষ্ঠ জীবন হবে। যে সমাজকে কোরআনের আলোকে সাজানো হবে, সে সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। যে দেশকে কুরআনের নির্দেশনামতে পরিচালনা করা হবে, সে দেশ হবে শ্রেষ্ঠ দেশ। এদেশের আশি পার্সেন্ট মানুষ ক্বোরআনকে বুকে ধারণ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশকে পবিত্র কোরআনের আলোকে গড়ার জন্য কাজ করছে। তাই সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমাবেশে হওয়ার আহ্বান জানান তিনি।
 মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের  সম্মেলন ও ইফতার মাহফিল
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আহমদ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ আবু ছালেহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান হাসিব, উপদেষ্টা হাফেজ নুরুদ্দিন হামিদী, নেছার উদ্দিন সুমন, হাফেজ শরাফত করীম, প্রচার সম্পাদক এস.এম শাহাদাৎ হোসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাওলানা আহমাদ উল্লাহকে সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান মামুনকে সহসভাপতি, মাওলানা আবু ছালেহকে সেক্রেটারী ও মাওলানা মোজাম্মেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মুফতী শামছুদ্দোহা আশরাফী।
 মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের  সম্মেলন ও ইফতার মাহফিল
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে হাত দিয়ে অর্ধশত যুবক ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনে যোগদান করেন।

















সর্বশেষ সংবাদ
চান্দিনায় এনজিও'র পুরুষ কর্মীকে আটকে রেখে নারী কর্মীকে যৌন নির্যাতন
জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন-ডা. তাহের
দাউদকান্দিতে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ধর্ষণের ঘটনা ফেসবুকে শেয়ার করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
মেঘনার বাজার গুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ, ভোক্তাদের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবরেজিস্ট্রি অফিসে চলছে তদন্ত
অর্থ আত্মসাৎ মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
লাকসামে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-৫
কুমিল্লা মানবিক টিম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২