মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২
শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ২১.০১.২০২৫ ১:৩৬ এএম |


কুমিল্লায় বাড়বে দুই লাখ  ৩৮ হাজার নতুন ভোটারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। বাড়ি বাড়ি গিয়ে ২০০৮ সালের পয়লা জানুয়ারি কিংবা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন নারী , পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে করে নতুন ভোটার বাড়তে পারে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৬২৪ জন ভোটার এমনটাই মনে করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
এদিকে যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মাধ্যমে। এছাড়া যেসকল ভোটার স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনও করে নিতে পারবেন। সোমবার সকাল ৯টা থেকে কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ড, পৌরসভা ও জেলার ১৭ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে একযোগে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের এ কার্যক্রম। বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদের এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ছবি তোলার সময় যাবতীয় কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
আর এ কর্মযজ্ঞে নির্বাচন কার্যালয়কে সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কুমিল্লা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সাদিয়া সুলতানা জানান, সারাদেশের সঙ্গে একযোগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। একজন নতুন ভোটারের জন্য তার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, ভোটারের নাগরিক সনদ, জন্ম সনদ এবং জেএসসি কিংবা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকলে, বিদ্যুৎ বিল ও সম্পত্তির খাজনা রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র।
এছাড়া, হালনাগাদ কার্যক্রমে মৃত্যু ব্যক্তিকে ভোটার তালিকা থেকে কর্তন কিংবা বাদ দিতে যাবতীয় কাগজপত্রের মধ্যে মৃত্যু সনদ নিশ্চিত করতে হবে। এছাড়া এসময়ে পুরনো ভাটাররা ঠিকানা পরিবর্তন করতে চাইলে আবেদনপত্র সংগ্রহ করে স্ব স্ব নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অতীতের অভিজ্ঞতা থেকে ওয়ার্ড ওয়ার্ডে তথ্য সংগ্রহে দায়িত্ব পাওয়া কর্মীরা বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ এবং তথ্য সংগ্রহে অনেক ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় শহরের বাসা বাড়িতে গিয়ে ভোটার হওয়া উপযুক্ত প্রার্থীকে খুঁজে না পাওয়া। আবার পাওয়া গেল সঠিক তথ্য না দিতে পারায় একাধিকবার ওই প্রার্থীর ধারে ধারে ঘুরতে হয়। এতে করে নির্দিষ্ট সময়ে তথ্য সংগ্রহে অনেক দুর্ভোগে করতে হয়।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসাইন খান বলেন, বর্তমানে কুমিল্লা জেলায় মোট ভোটার রয়েছেন ৪৭ লাখ ৭২ হাজার ৪৯১। এরমধ্যে নারী ভোটার ২২ লাখ ৯১হাজার ৩০০ এবং পুরুষ ভোটার ২৪ লাখ ৮১ হাজার ১৬৬ জন। এবারের ভোটার তালিকা হালনাগাদ এর মাধ্যমে মোট ভোটারের ৫% নতুন ভোটার যুক্ত হতে পারে। এতে কুমিল্লায় বাড়তে পারে প্রায় দুই লাখ ৩৮ হাজার ৬২৪ জন নতুন ভোটার। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে করা হচ্ছে মাইকিং। যাতে করে নাগরিকরা নির্বাচন কর্মকর্তা কিংবা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা ব্যক্তিদের তথ্য দিয়ে দ্রুত সহযোগিতা করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাড়ি থেকে ধরে এনে যুবককে গণপিটুনিতে হত্যা
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন, উন্নয়ন বঞ্চনার অভিযোগ
কুমিল্লা -৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থীর গণ মিছিল
মা-ছেলেসহ সবাইকে বেঁধে মারধর স্বর্ণ-রিয়ালসহ নগদ টাকা লুট
কুমিল্লায় মনিরচৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ, গণসংযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েচিকিৎসকের মৃত্যু
বাড়ি থেকে ধরে এনে যুবককে গণপিটুনিতে হত্যা
কুমিল্লা -৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থীর গণ মিছিল
পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২