শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
কিংসের আবার হোঁচট, শিরোপা ক্রমশ ধূসর
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১৯.০১.২০২৫ ২:১৪ এএম |



  কিংসের আবার হোঁচট, শিরোপা ক্রমশ ধূসর
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা পাঁচ বার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার কিংসের ডাবল হ্যাটট্রিকের মৌসুম হলেও শিরোপা ক্রমশ ধূসর হচ্ছে তাদের জন্য। আজ কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ফেডারেশন কাপে ফর্টিজ কিংস অ্যারেনায় কিংসকে হারিয়েছিল। 
আট ম্যাচের আটটি জয়ে মোহামেডান ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। আট ম্যাচর মধ্যে কিংস দুটি হার ও দুটো ড্র করেছে। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৪। বসুন্ধরা কিংস মোহামেডানের চেয়ে ১০ পয়েন্ট পেছনে। ফর্টিজ ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দশ দল। প্রতি দলের নয়টি ম্যাচ। প্রথম লেগে মোহামেডানের শেষ ম্যাচ ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচে মোহামেডানের জয় অনুমেয়। কিংসও শেষ রাউন্ড জিতলে দশ পয়েন্ট ব্যবধান থাকবে। দ্বিতীয় লেগে নয় ম্যাচের মধ্যে দশ পয়েন্ট ব্যবধান ঘুচানো অনেক অসম্ভব। দশ পয়েন্ট মানে অন্ত চার ম্যাচ পেছনে তারা। 
ম্যাচের ১১ মিনিটে তপু বর্মণের গোলে কিংস লিড নেয়। প্রথমার্ধ কিংস লড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। ৬৩ মিনিটে ফর্টিজের আব্দুল্লাহ গোল করলে সমতা আসে। কিংস ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও কিংস আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি। 
ম্যাচের ৭৯ মিনিটে কিংস সমর্থকরা ফর্টিজের পোস্টের সামনে স্মোক ফ্লেয়ার ছোড়েন। সেই ধোঁয়ায় খেলা মিনিট চারেক বন্ধ থাকে। নির্ধারিত নব্বই মিনিট শেষে রেফারি ৮ মিনিট ইনজুরি সময় দেন। দশ মিনিট খেলা হলেও কেউ গোল করতে না পারায় ড্র হয় ম্যাচ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২