বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
১ ফাল্গুন ১৪৩১
বুড়িচংয়ে হরিপুর স্কুলের প্রবেশ পথে ওয়াশব্লক না করার জন্য মানববন্ধন
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:৩৪ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে ওয়াশব্লক না করার জন্য মানববন্ধন করে ছাত্র-ছাত্রী, শিক্ষক এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা।
(১২ জানুয়ারি ২০২৫) রোববার ১১টার দিকে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক জাহাঙ্গীর আলম খান মাস্টার, প্রধান শিক্ষক মোঃ কাশেম, মোঃ কাইয়ুম খান,বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ফরিদ আহমেদ, মিজানুর রহমান হিরণ, মোঃ সেলিম মিয়া, ইয়াসিন, স্বপন, মোবারক, এনামুল হক শান্ত। এসময় উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে যথাক্রমে আতাউর রহমান, মোহাম্মদ ইব্রাহীম, নাজমা আক্তার, শামীমা আক্তার, মনতোষচন্দ্র সূত্রধর, মো: জাহাঙ্গীর আলম, এইচ এম মাহবুব, মোঃ মফিজুল ইসলাম, মো: ইকবাল হোসেন, নাছিমা আক্তার, মো: হাসান, রবিউল হোসেন, জামসেদ, জামাল হোসেন, আফরোজ নাজনীন, আব্দুল ওহাব, আকলিমা আক্তার, আব্দুল বাতেন, শামীমা নাসরিন, তৌহিদা আক্তার,শাহীনা আক্তার,পান্না আক্তার, শিল্পী বেগম, সাগর ও রিয়াজ মিয়া, স্থানীয় লোকমান খান, ১০ম শ্রেণীর মোঃ মুসা, ৯ম শ্রেণীর ছাত্রী রাইসা আক্তারসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, স্কুল প্রতিষ্ঠাকালীন থেকে একই প্রবেশ পথ দিয়ে এই দুই স্কুলের শিক্ষক, শিক্ষর্থীরা চলাচল করে আসছে এবং প্রতিষ্ঠানের বার্ষিক বা যে কোন অনুষ্ঠানের অতিথিদের গাড়ি এই প্রবেশপথ দিয়ে মাঠে পার্কিং করে রাখে। এখন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের সাথে প্রবেশ পথে ওয়াশব্লক করার জন্য একটা শ্রেণীর লোকজন চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই প্রবেশ পথ দিয়ে যদি ওয়াশ ব্লক হয় তাহলে চলাচলের অসুবিধা হবে।মানববন্ধনে অংশগ্রহণকারী সকলে চায় প্রবেশ পথে যেন ওয়াশ ব্লক না হয়। প্রবেশ পথ ছাড়া অন্যস্থানে যেন ওয়াশব্লক করা হয় সেই দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করা হয়েছে।













সর্বশেষ সংবাদ
সাবেক এমপি বাহারসহ ৪৬১ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় ছাত্রলীগ-যুবগলীগের দুই কর্মী গ্রেফতার
কুমিল্লা মহানগর বিএনপির ৪টি ওয়ার্ডের কমিটি গঠন
চৌদ্দগ্রামে অবৈধ ইটভাটার ২ লাখ টাকা জরিমানা
গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারসহ ৪৬১ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় তিন দিনে গ্রেপ্তার ১৯ জন
কুমিল্লায় ছাত্রলীগ-যুবগলীগের দুই কর্মী গ্রেফতার
কুমিল্লার আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫ মামলা
কারাগারে কুমিল্লার সাবেক পুলিশ সুপার মান্নান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২