কুমিল্লা জেলা জজ কোর্টের নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জিলা স্কুল ল ইয়ার্স কমিউনিটি।
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি পার্টি সেন্টারে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লা
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান
লিটনের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা জজ কোর্টে নবনিযুক্ত পাবলিক
পসিকিউটর হিসেবে দায?িত্বপ্রাপ্ত হওয়ায় কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন
ছাত্র এডভোকেট কাইমুল হক রিংকু কে সংবর্ধনা প্রদান করা হয়।
তাছাড়া
কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা জজ কোর্টের নবনিযুক্ত আরো
৬ জনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায?িত্ব প্রদান করায় সংবর্ধনা ও
ফুলের শুভেচ্ছা জানানো হয়।
তারা হলেন এডিশনাল পাবলিক পসিকিউটর এডভোকেট
একরামুল হক নাসিম, এডভোকেট মোস্তফা জামান জসিম, এডভোকেট আল মাহমুদ সাগর,
এসিস্ট্যান্ট গভমেন্ট প্লিডার এডভোকেট মোঃ সাইফুর রহমান সায়েম
(এজিপি),সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম
শামীম। অ্যাডভোকেট মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ ফয়সাল সুলতান, অ্যাডভোকেট নাসরুল হাসান অপু।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গোলাম ফারুক।
এ
সময় কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন
বলেন আজ আমরা সত্যিই গর্বিত আমাদের জেলা স্কুলের প্রাক্তন ছাত্র আমাদেরই
বন্ধু কাইমুল হক রিংকু কুমিল্লা জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে
দায?িত্ব পেয়েছেন।
তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের জেলা
স্কুলের প্রাক্তন ছাত্ররা দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন আমাদের বিশ্বাস
একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দেবে কুমিল্লা জেলা স্কুলের প্রাক্তন
ছাত্রদের মধ্যে কেউ একজন।
সংবর্ধিত অতিথি এডভোকেট কাইমুল হক রিঙ্কু
বলেন আমার জিলা স্কুলের বন্ধুরা ও কুমিল্লা জিলা স্কুল লইয়ার্স কমিউনিটি
আজকে আমাকে যে সংবর্ধনা দিয়েছেন আমি সত্যিই আনন্দিত।
আমরা যে যে পদে থাকি না কেন দিনশেষে আমরা সবাই আইনজীবী।
কুমিল্লা জেলা স্কুল লইয়াস কমিউনিটি আরো দূর এগিয়ে যাবে এবং যে কোন প্রয়োজনে আমি সর্বদাই তাদের সাথে আছি।
পরে সংবর্ধিত অতিথিদেরকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে সকলের জন্য নস্যভোজের আয়োজন করা হয়।