শুক্রবার ২৭ জুন ২০২৫
১৩ আষাঢ় ১৪৩২
নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৯ এএম |



নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন
জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, একটি দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়। কোন সরকারের ইচ্ছায় দেশ পরিচালিত হলে, যেসব দেশটাকে জনগণের সরকার বলা যাবে না। আমাদের দেশ এতদিন একজনের ইচ্ছায় পরিচালিত হয়েছে। আল্লাহর মেহেরবানী গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে খুনি শেখ হাসিনার সরকারের বিদায় হয়েছে। একই সাথে খুনির দোসর অপরাধীরাও পালিয়ে গেছে। বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, খুনি হাসিনার সরকার এতদিন বাংলাদেশে স্বার্থে কাজ করেনি। তারা প্রতিবেশি দেশের স্বার্থে কাজ করেছে। যতবারই সে দেশে গিয়েছে, কোন কিছু নিয়ে আসতে পারেনি। প্রতিবারই তাদেরকে দিয়ে এসেছে। তাই খুনি হাসিনার সরকারের নাম ছিল-দিয়ে আসার সরকার, নিয়ে আসার সরকার নয়। তারা বিচার বিভাগসহ সবক্ষেত্রে দলীয় লোক নিয়োগ দিয়েছিল, তাই তারা দলীয় কাজ করেছিল। জনগণের স্বার্থে কোন কাজ করেনি। তারা পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীকে হুকুমের গোলাম বানিয়েছিল। দেখা মাত্র গুলি করায় পুলিশের প্রতি মানুষের ক্ষোভ বেড়েছে। গণঅভ্যুথ্যানের পর পুলিশ সেটি বুঝতে পেরেছে। এখন অন্তবর্তীকালিন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দিতে হবে। প্রত্যেক বিভাগেই খুনি সরকারের দোসররা রয়েছে। তাদেরকে সরিয়ে সংস্কার করতে হবে। 
নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা মোঃ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘আ’লীগ ইসলাম শিক্ষা ধ্বংস করেছে। উপজেলায় বারবার মেধাতালিকায় থাকা মাদরাসাটি স্বৈরাচার সরকারের দোসররা বন্ধ করে সব নিয়ে গেছে। আল্লাহর রহমতে আপনাদেরই প্রতিষ্ঠান আজ থেকে আবার শুরু হয়েছে। নারী শিক্ষায় অত্র এলাকায় মাদরাসাটি অবদান রাখবে, ইনশাআল্লাহ’। 
দোয়া অনুষ্ঠান শেষে অধ্যাপক মজিবুর রহমান জামায়াতের উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন। 













সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার
বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন স্মরণে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
করোনা আক্রান্ত শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়
কুমিল্লায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেকর্মশালা
এলডিপি’র মামলাবাজির প্রমাণ দিতে বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রেদোয়ান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
“আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” বুড়িচং উপজেলা আহ্বায়ক কমিটি গঠন, মানবিক কাজের অঙ্গীকার
কুমিল্লায় এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২.৭২%, স্মার্টফোন বহন করায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার
বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ
করোনা আক্রান্ত শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়
কুমিল্লা বোর্ডে অনুপস্থিত আড়াই হাজার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২