শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না
কুমিল্লায় বিএনপির প্রতিনিধি সভায় তারেক রহমানের হুঁশিয়ারি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ পিএম |

কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে নাজহির শান্ত: বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতা-কর্মীদের মানুষের আস্থা অর্জনে জনগণের পাশে থেকে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেছেন, দলের বদনাম হয় কিংবা দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। দলের বদনাম হয় বা দলের ক্ষতি হয় এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ অপকর্ম করলে বর্তমানে যেমন তাকে শাস্তি পেতে হবে; তেমনি ভবিষ্যতে যদি দল ক্ষমতায় আসে তখনো তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক অবস্থান অব্যাহত থাকবে। তাই বিএনপির নেতাকর্মীদের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর ও উত্তর জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হবে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রতিনিধি সভায় উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তারেক রহমান নেতৃবৃন্দকে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন বলেও জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা। এদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোন ম‚ল্যে রক্ষা করতে হবে, কোনভাবেই এটা বিনষ্ট করা যাবে না। আর কেউ যদি কোন অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলে দৃঢ় সতর্ক বার্তা পৌঁছে দেন। বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করে অতীতের মত আবারও দল হিসেবে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধি সভায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, দেবিদ্বার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, নাঙ্গলকোট আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভ‚ইয়া,  বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ইয়া, মোঃ মোস্তাক মিয়া, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেত্রী সাবেরা আলাউদ্দিন হেনাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রতিনিধি সভায় সাম্প্রতি ছাত্র-জনতার গণআন্দোলনে প্রাণ হারানোর শহীদদের স্মরণে এবং মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।












সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২