শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১:১৮ এএম আপডেট: ১৬.০৫.২০২৪ ১:৩৬ এএম |


  ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার

গত ১৫ মে ব্রিটানিয়া ইউনিভার্সিটির 𝐂𝐒𝐄 (সিএসই) বিভাগ ও 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐇𝐞𝐫𝐨 এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐆𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞 ও 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥 অর্জনের রূপরেখা বিষয়ক একটি 𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 আয়োজিত হয়। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রেজারার, ডিরেক্টর এডমিন, ডেপুটি কনট্রোলার অব এক্সাম, সহকারী রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, এডমিন অফিসার ও সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐇𝐞𝐫𝐨 টিমের পক্ষে ছিলেন আবদুর রাকিব (ঈঙঙ, চৎড়মৎধসসরহম ঐবৎড়), ইশমাম হোসেইন (ঈরহবসধঃড়মৎধঢ়যবৎ) এবং সাব্বির আহমেদ।
সেমিনারে বক্তারা ওঞ ওহফঁংঃৎু তে গ্রোথ, স্যালারি স্ট্রাকচার, দেশে ও দেশের বাহিরে ঈঝঊ ও ঘড়হ ঈঝঊ শিক্ষার্থীদের চাকুরীর সুযোগ ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। বর্তমান সময়ের টেকনোলজির ব্যাপ্তি ও প্রয়োগ নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
ব্রিটানিয়া ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা শিক্ষার্থীদের এ ধরনের সেমিনার সিম্পোজিয়ামে আরো বেশী বেশী করে উপস্থিত থাকার আহবান জানান এবং ইউনিভার্সিটির পক্ষ থেকেও আরো বেশী সংখ্যক সেমিনার আয়োজনের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও, একাডেমিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষার্থীরা প্রফেশনাল স্কিল কিভাবে অর্জন করবে এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং-এ কিভাবে আরো অগ্রসর হবে এবং সর্বোপরি ক্যারিয়ার প্ল্যানিং এর রূপরেখা নিয়ে আলোচনা করেন। সেমিনার শেষে একটি কুইজের আয়োজন করা হয়।














সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft