মালয়েশিয়ায়
কোটা অনুযায়ী আগামী ৩১ মে’র মধ্যে সব কর্মী পাঠাতে হবে। তাই এ সময়ের মধ্যে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বুধবার (১৫ মে)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ার ইস্যুতে
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) প্রতিনিধিরা। বৈঠক শেষে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী
বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি
পাঠিয়েছি। তবে, আমাদের আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না বাড়ায়, তাও কোনো
সমস্যা হবে না। কারণ আমরা আগামী ৩১ তারিখ লক্ষ্য করে কাজ করে যাচ্ছি।
শফিকুর
রহমান বলেন, মালয়েশিয়ায় আমাদের যে কোটার তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যেই
কর্মী প্রেরণের বিষয় আলোচনা হয়েছে। এ বিষয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।
ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করছি যেন ৩১ তারিখের মধ্যে কোটার সব কর্মী পাঠাতে
পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন, তাদের সবার মালয়েশিয়া যাওয়ার
প্রক্রিয়া চলছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল
আমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ
ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব
ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রা
সদস্যরা উপস্থিত ছিলেন।