নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের
চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন নির্বাচনী
জনসভা গতকাল সুয়াগাজী বাজারে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় ওই এলাকার সর্বস্তরের
মানুষ অংশগ্রহণ করেন।
এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন
বলেন, সদর দক্ষিণের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার উন্নয়ন ও সুবিধা
বঞ্চিত। কুমিল্লা শহরের দক্ষিণ অঞ্চলে সভ্যতার বিকাশ ঘটেছিলো এই সুয়াগঞ্জ
এলাকা থেকে, কিন্তু গত ১৫ বছরে এই এলাকায় তেমন উন্নয়ন হয়নি। নানাবিধ কারণে
এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে। আমাকে যদি আপনারা নির্বাচিত
করেন, এই এলাকাকে পৌরসভায় উন্নিত করে, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত
রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে
শামিল করবো ইনশাআল্লাহ।
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার সদর
দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সময় ঘনিয়ে আসায় এ নির্বাচনের
প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন
প্রার্থী। এর মধ্যে আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে
স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার সুযোগ আহ্বান জানাচ্ছেন চেয়ারম্যান
প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।