নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে কিস্তি পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছেন কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার মোছাম্মৎ সামছুন্নাহার
নামে এক নারী। তিনি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে
রাজাপাড়া এলাকার উত্তর পাড়ায় সামছুন্নাহারের নিজ বাসা থেকে গলায় ফাঁস দিয়ে
ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তার ছেলে রাজু। পরে হাসপাতালে
নেয়ার পথেই তার মৃত্যু হয়। প্রতিবেশিরা জানায়, বাড়ি ফিরে বাড়ির গেইট
তালাবদ্ধ দেখতে পেয়ে দেয়াল টপকে বাড়িতে ঢুকে মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে
রাজু। সে সময়ও তার শ্বাস প্রশ্বাস চালু ছিলো। পরে মুমূর্ষু অবস্থায়
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শারমিন আক্তার নামে এক প্রতিবেশীরা
আরো জানান, সামছুন্নাহার বিভিন্ন এনজিও থেকে নেয়ে ঋনে জর্জরিত ছিলেন। তার
প্রবাসী স্বামীর চাকরির সমস্যা হওয়ায় এসব ঋনের কিস্তি দিতে পারছিলেন না
তিনি। যে কারনে এনজিওর কর্মীদের থেকে বাঁচতে পালিয়ে পালিয়ে থাকতেন তিনি।
মানসিক ভাবেও তিনি বৃহস্পতিবার সকালেও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন
সার্ভিসেস- বিজ নামে একটি এনজিও থেকে কর্মীরা সামছুন্নাহারের কাছে টাকা
চাইতে এসেছিলো।
তবে এই ঘটনায় মারা যাওয়া নারীর ছেলে - মেয়ে কেউ ক্যামেরায় বা অফিশিয়ালি কথা বলতে রাজি হন নি।
এই
ঘটনা পর্যবেক্ষণে গিয়ে সামছুন্নাহারের পরিবারের সদস্যদের সাথ কথা বলেন সদর
দক্ষিণ থানার উপ পরিদর্শক জোবাইদা বেগম। তিনি জানান, খবর পেয়ে পুলিয় মরদেহ
উদ্ধার করে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।