রোববার ২১ ডিসেম্বর ২০২৫
৭ পৌষ ১৪৩২
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম |

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলবিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ডিসেম্বর) বিকেলে স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র শিল্প বিষয়ক সম্পাদক  ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ।

এসময় তিনি বলেন -বিএনপির চেয়ারপার্সন ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে  সময় পার করছেন। আমরা মহান আল্লাহর দরবারে সকলে তাঁর(খালেদা জিয়ার)  সুস্থতার সাথে নেক হায়াত কামনা করছি।পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও আত্মার মাগফেরাত কামনা করেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলতিনি বলেন -১৭বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলাসহ দেশের সকল জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদেরকে ঢাকায় অবস্থান করতে হবে।

তিনি বলেন -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ২৪এর সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির পরিকল্পিত হত্যার তীব্র নিন্দা জানাই এবং মহান আল্লাহর কাছে তাঁর শহীদী মর্যদা কামনা করছি। পাশাপাশি এ হত্যা নিয়ে একটি গোষ্ঠী পরিকল্পিত ভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তাই জাতীয়তাবাদের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

 প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল মনোনীত সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খাঁন। এসময় তিনি বলেন -তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বানচাল করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। তবে আমরা বলে দিতে চাই, ছাত্র দল মাঠে থাকতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইঞ্চি পরিমান ডিস্টার্ব করতে পারবেনা,ইনশাআল্লাহ।তিনি বলেন-সর্বস্থরের মানুষের সাথে সর্বস্থায় ভালো আচরণ করে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে হবে।বিএনপি সরকার গঠন করার পরও একই আচরণ করতে হবে। জনগণের সাথে জবাবদিহিতা মূলক মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ এর মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়রসহ সভাপতি আমিরুজ্জামান আমির।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার,সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন, সদস্য সচিব মাওলানা শামীমসহ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে- সফিকুর রহমান
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করলো ‘অল-নিউ হোন্ডা NX200’
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২