প্রেসবিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে এক
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে সেখানে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর
শাখার সভাপতি হারুনুর রশীদ ভূইয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক
এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা সভা পরিচালনা করেন।
আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়াও
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য এডভোকেট শামসুদ্দিন, আল আমিনসহ
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন,
মানবাধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা
অপরিহার্য। মানবাধিকার শুধু একটি দিবসের বিষয় নয়, এটি প্রতিটি মানুষের
মৌলিক অধিকার। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবিক কাজ ও মানবাধিকার
বাস্তবায়নে সরকারের পাশাপাশি সকল সার্ভিস হোল্ডার ও সামাজিক সংগঠন এগিয়ে
এলে দেশে প্রকৃত অর্থেই মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
সভায় বক্তারা
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও
অধিকারসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
