বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২
ইউরোপের অভিষেকে হারল ঋতুপর্ণারা
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ এএম আপডেট: ০৩.১২.২০২৫ ১:৩১ এএম |




  ইউরোপের অভিষেকে হারল ঋতুপর্ণারা
বাংলাদেশ নারী ফুটবলারদের ইউরোপীয়ান দলের বিপক্ষে অভিষেক হয়েছে। ত্রিদেশীয় সিরিজ দিয়ে ইউরোপ অভিষেকটা ঋতুপর্ণাদের জন্য সুখকর হলো না। আজ জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিকরা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরেছিল। অন্যদিকে সফরকারী আজারবাইজান দুই ম্যাচই জিতেছে।
আজরাবাইজানের র‌্যাংকিং ৭৪। বাংলাদেশের ১০৪। ত্রিশ ধাপ এগিয়ে থাকলেও  ইউরোপীয়ান দলের বিপক্ষে বাংলাদেশ প্রায় সমান তালেই লড়েছে। ডিফেন্সের ভুল ও হাল্কা মনসংযোগ ব্যাঘাতে ম্যাচের ফল পাল্টেছে। ৮৪ মিনিটে মানিয়া ইশরা বক্সের মধ্যে ক্রস পেয়ে ঠান্ডা মাথায় প্লেসিংয়ে গোল করেন। ডিফেন্ডার শামসুন্নাহার ইশরাকে খেয়াল করেননি। অন্য ডিফেন্ডাররাও ক্রস ক্লিয়ার করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অর্ধেই ছিল বল বেশিরভাগ সময়। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা কয়েকবারই বলের ফ্লাইট ও গ্রিপ মিস করেছেন। এতে অবশ্য বড় বিপদ ঘটেনি। দ্বিতীয় গোল হজমের পেছনে অবশ্য গোলরক্ষক রুপ্নার তেমন দায় ছিল না। তিনি ছিলেন নিরুপায়।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণই বেশি করেছে। রুপ্না চাকমা কয়েকবার বাম প্রান্ত থেকে একা বল নিয়ে বক্সে প্রবেশের চেষ্টা করেছেন। কয়েকবারই ব্যর্থ হয়েছেন। ৬৫ মিনিটে বাম প্রান্ত থেকে তার ক্রসে মনিকা বল ছোঁয়াতে পারেনি। পিটার বাটলার এই অর্ধে তিন ফুটবলার পরিবর্তন করেও খেলার ফলাফল পরিবর্তন করাতে পারেননি।
বিগত ম্যাচের মতো এই ম্যাচেও হাই লাইন ডিফেন্স করেছেন আফিদারা। কয়েক বার আজারবাইজান বাংলাদেশের রক্ষণ ভেদ করলেও ডিফেন্ডাররা কাভারের চেষ্টা করেছেন। আবার কখনো অফসাইডের ফাদেও পড়েছে আজারবাইজান।
২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজেদা গোল করেন। ফুটবলে গোল মানেই উল্লাস-উৎসব। আজারবাইজান অধিনায়ক গোল করে কয়েক মিনিট কান্না করেছেন। একটি সাদা কাপড়ে একজনের ছবি একে সবাই পোজ দিয়েছেন। এরপরই চোখে মুখে কান্না অধিনায়কের। সতীর্থতার তাকে সামাল দিয়েছেন।
১৪ মিনিট পর মারিয়া মান্ডার দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা এনেছে। স্বপ্না রাণীর কর্ণার থেকে কয়েক পাক ঘুরে বক্সে বল পান মারিয়া। বা পায়ে দুর্দান্ত সাইড ভলি করেন। গোললাইনে আজারবাইজানের ডিফেন্ডার লাফিয়েও বল ঠেকাতে পারেননি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ায়। মারিয়ার দর্শনীয় গোলের পরও বাংলাদেশ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ডিফেন্সের ভুলে দ্বিতীয়ার্ধে গোল হজম করে।
হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকে। নারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে সব গ্যালারী খোলা ছিল।  এই ম্যাচে শুধু পূর্ব গ্যালারী উন্মুক্ত রেখেছিল বাফুফে। প্রায় হাজার সাতেক দর্শক উপস্থিতি ছিল সব মিলিয়ে। দর্শকরা বাদ্য-যন্ত্র স্টেডিয়াম মাতিয়ে রাখছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা
ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরী যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
লাকসামে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯
যে কারণে টিউলিপের সাজা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২