কুমিল্লার ঐতিহ্যবাহী পাঠক সংগঠন সমতট পড়ুয়ার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বই বিনিময় প্রহর।
সোমবার
(১ ডিসেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কলাভবনের সামনে এ আয়োজন করা হয়।
বেলা ১১টায় আয়োজনের উদ্বোধন করেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল
বাশার ভূঁঞা,এ সময় আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক
জনাব কাজী মোহাম্মদ গোলাম সোহরাব,যুগ্মসম্পাদক জনাব মনসুর হেল্লাল। এ সময়
আরো উপস্থিত ছিলেন সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাতা জনাব সাইফুল ইসলাম, বর্তমান
সভাপতি শিমুল চৌধুরী, সাধারণ সম্পাদক মানসিব জুনায়েদ চৌধুরী,সাবেক সভাপতি
মুক্তি সাহা ঈশিতা ও অভিষেক কর, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক
সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ইশিকা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন
নাবীল, অর্থ পরিকল্পনা সম্পাদক ফাহিমা মজুমদারসহ সমতট পড়ুয়ার অন্যান্য
সংগঠক ও সদস্যবৃন্দ।
এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথীর বক্তব্যে
অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন,বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক
বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের
সাথে কথা বলা। একটি বই একবার পড়ার পর দ্বিতীয়বার সেই বই পড়তে কারোই ইচ্ছে
করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। তবে কেমন হয় যদি বইটি বুক সেলফে
না রেখে একে অপরের কাছে বিনিময় করি। তেমনি এক উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন
'সমতট পড়ুয়া'।
৫০০ এর অধিক বই নিয়ে এই আয়োজনে সকাল থেকেই বই প্রেমিক
পাঠকদের উচ্ছাস লক্ষ্য করা গেছে।এ আয়োজনকে ঘিরে কলাভবনের সামনের অংশকে
সাজানো হয় বাহারি সাজে। এছাড়াও অনেক পাঠক বিনিময় করার জন্য বই নিয়ে
আসেন।নিজের পাঠিত বই নিয়ে অপাঠিত অন্য বই নিয়ে যায়। এমন আয়োজন পেয়ে
শিক্ষার্থীরা আনন্দিত,আয়োজকরা বলছেন এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের
প্রতি আকর্ষণ বাড়বে। বেশি বেশি বই পড়তে উদ্বুদ্ধ হবে। শিক্ষার্থীরা
মোবাইলের প্রতি আসক্ততা কমিয়ে তারা বইমূখি হবে বলেও তারা আশাবাদ ব্যাক্ত
করেন।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমন সৃজনশীল আয়োজনে তাদের বই পড়ার
প্রতি আগ্রহ বাড়বে।এমন উৎসবমূখর আয়োজন তারা বেশি বেশি চান যেনো বই পড়ার
প্রতি আগ্রহ ধরে রাখতে পারেন।
উল্লেখ্য ২০১৯ সালে সাধারণ মানুষের মধ্যে
বই পড়ার আগ্রহ সৃষ্টি ও বইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধির লক্ষে প্রতিষ্ঠিত হয়
সমতট পড়ুয়া।পাঠক তৈরীর উদ্দ্যেশে নানামূখী কার্যক্রম পরিচালনা করে আসছে এই
সাহিত্য সংগঠন।
