
ফ্রিজ
খুলে পাওয়া গেল পঁচা ও বাসি রান্না করা খাবার। এমন অভিযোগে কুমিল্লার
দেবিদ্বারে তিন হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫
নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে
মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সড়কে যানজট সৃষ্টি করার দায়ে
ফারহানা পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা
জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন। অভিযান পরিচালনায় সহায়তা করে
দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে,
দেবিদ্বার পৌরসভার আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলের ফ্রিজে পঁচা ও
বাসি খাবার সংরক্ষিত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা
অনুযায়ী তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবিদ্বার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, তিনটি
হোটেলে পঁচা বাঁশি এবং খাবারের মান ঠিক না রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে । এছাড়াও কুমিল্লা সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি করায় ফারহানা
পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, “খাবারে
কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যঝুঁকির বিষয় মেনে নেয়া হবে না। জনস্বার্থে
এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
