বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২
বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন করলেন আসিফ আকবর
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ এএম আপডেট: ০৬.১১.২০২৫ ১:৪৬ এএম |


 বান্দরবান স্টেডিয়াম পরিদর্শন করলেন আসিফ আকবর
 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি জেলা শহরের স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাঠের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা এবং খেলোয়াড়দের অনুশীলন পরিবেশ দেখেন।
পরিদর্শনকালে আসিফ আকবর পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলোয়াড় তৈরির পরিবেশ, প্রশিক্ষণের অভাব, মাঠ ব্যবস্থাপনা এবং লজিস্টিক সুবিধা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমি বান্দরবানে পরিদর্শন করতে এসেছি এখানকার বাস্তবচিত্র বোঝার জন্য। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ক্রীড়ার শক্তির আঁধার। এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে। পাহাড়ে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছে, যাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে জাতীয় পর্যায়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘এখানে কোচের সংকট রয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টেরও অভাব। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতেই আমি এসেছি। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবে।’
আসিফ আকবর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিসিবি বিশেষ পরিকল্পনা নেওয়ার মাধ্যমে বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো থেকে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহ-সভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আনন্দযাত্রা পরিণত হলো চিরবিদায়ে
কুমিল্লায় ক্ষোভের আগুনে জ্বলছে বিএনপি
কুমিল্লা-১০ আসনে রেলপথ ও মহাসড়ক আটকে বিক্ষোভ
বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামি যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলা কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
দেবিদ্বারে ভূয়া নির্বাচনে সমিতির কমিটি গঠন: তদন্ত কমিটি গঠন জেলা সমবায় অফিসের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিশু মীমকে হত্যার পর জানাজা দাফনেও অংশ নেয় ঘাতক
বিএনপি নেতা এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরোয়ার বাবলার মৃত্যু
বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল
চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ
রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২