নিজস্ব
প্রতিবেদক: বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
দেওয়ার সাক্ষাৎকারের প্রেক্ষিতে আজ কুমিল্লায় সেমিনার অনুষ্ঠিত হবে।
‘পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের
আয়োজন করেছে সামাজিক ও উন্নয়ন বিষয়ক গবেষণা সংস্থা ‘সম্ভাবনাময় বাংলাদেশ’।
শনিবার
বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় এ সেমিনারে উপস্থিত থাকবেন
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর
মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি থাকবেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
মুখ্য আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম।
আলোচক
হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন
অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন , কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর
মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল
মূল প্রবন্ধ পাঠ করবেন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ডিন এবং সম্ভাবনাময়
বাংলাদেমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ।
