শনিবার ১ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫০৬
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:১৪ এএম আপডেট: ০১.১১.২০২৫ ১২:৪৩ এএম |



 ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫০৬
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু অক্টোবর মাসে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।
এর আগের মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলো ১৫ হাজার ৮৬৬ জন। মৃত্যু হয়েছিলো ৭৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষনে দেখা গেছে, সেপ্টেম্বরে দিনে গড়ে ৫২৮ জনের বেশি ভর্তি হয়। অক্টোবরে দিনে গড়ে ভর্তি হয়েছে ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৮৬২ জন। এর মধ্যে জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন।
যা আগস্টের চেয়ে ৫ হাজার ৩৭০ জন বেশি। অক্টোবরে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন। যা সেপ্টেম্বরের চেয়ে ৬ হাজার ৬৫৪ জন বেশি।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ ও সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। যা আগস্টের প্রায় দ্বিগুণ। অক্টোরের মৃত্যু হয়েছে ৮০ জনের। 
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩, চট্টগ্রামে ৯১, ঢাকা বিভাগে ২১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ ও ময়মনসিংহে ২৫ হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৬৬ হাজার ৮০২ জন ছাড়পত্র পেয়েছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকটের অপপ্রয়াস
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-শাল জব্দ
ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক
দফায় দফায় পিটিয়ে,ড্রিল মেশিন দিয়ে নির্যাতন শেষে হাসপাতালে যেতেও বাঁধা
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে কিশোরকে গাছেবেঁধে নির্যাতনের অভিযোগ
নতুন প্রজন্মের কাছে পরিচিত হবেন শচীন: জেলা প্রশাসক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২