নিজস্ব
প্রতিবেদক: চলতি বছরের ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু অক্টোবর
মাসে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ৮০
জনের।
এর আগের মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলো ১৫ হাজার ৮৬৬ জন। মৃত্যু
হয়েছিলো ৭৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষনে দেখা গেছে,
সেপ্টেম্বরে দিনে গড়ে ৫২৮ জনের বেশি ভর্তি হয়। অক্টোবরে দিনে গড়ে ভর্তি
হয়েছে ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের
এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৮৬২ জন।
এর মধ্যে জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে
৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে
১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন।
যা আগস্টের চেয়ে ৫ হাজার ৩৭০ জন বেশি। অক্টোবরে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন। যা সেপ্টেম্বরের চেয়ে ৬ হাজার ৬৫৪ জন বেশি।
চলতি
বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০,
ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ ও
সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। যা আগস্টের প্রায় দ্বিগুণ। অক্টোরের
মৃত্যু হয়েছে ৮০ জনের।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩, চট্টগ্রামে ৯১,
ঢাকা বিভাগে ২১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনে ১৬ ও ময়মনসিংহে ২৫ হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল
থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৬৬ হাজার ৮০২
জন ছাড়পত্র পেয়েছেন।