শনিবার ১ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২
বাবার ইচ্ছাপূরণে রোনালদো জুনিয়রের নতুন অধ্যায় শুরু
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:১০ এএম |


 বাবার ইচ্ছাপূরণে রোনালদো জুনিয়রের নতুন অধ্যায় শুরু

সাম্প্রতিক সময়ে দেওয়া সাক্ষাৎকারে বেশ কয়েকবারই বড় ছেলে রোনালদো জুনিয়রের সঙ্গে খেলার ইচ্ছা জানিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই আশা পূরণের পথেই আছে ১৫ বছর বয়সী ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। ইতোমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও তার অভিষেক হয়েছে। যদিও ম্যাচটিতে তাকে বদলি নামানো হয় ৯০ মিনিটে।
বাবার পথেই ফুটবলে আসার যাত্রাটা আগেই শুরু হয়েছিল রোনালদো জুনিয়রের। কিশোর বয়স থেকে প্রতিভাও দেখাতে শুরু করেছে। এর আগে রোনালদো ছেলের সঙ্গে খেলার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।’
গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের বিপক্ষে আনাতালিয়ায় রোনালদো জুনিয়র অ-১৬ দলের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামে। তার মাঠে নামার আগেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে পর্তুগাল। গোল দুটি করেন স্যামুয়েল তাভারেস ও রাফায়েল ক্যাব্রাল। বাবার ক্লাব আল নাসরের যুব একাডেমির হয়ে ফরোয়ার্ডের ভূমিকায় খেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র।
অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্ট ফেডারেশন কাপে এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। এরপর শনিবার তারা ওয়েলস এবং শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এর আগে চলতি বছরের শুরুতে পর্তুগাল অ-১৫ দলের হয়ে খেলতে নেমে গোল করেছিল রোনালদো জুনিয়র। অন্যদিকে, তার বাবা সম্প্রতি আল নাসরের হয়ে ৯৫০তম গোল পেয়ে গেছেন। ছুটছেন স্বপ্নের ফিগার ১০০০–এর দিকে।
এক সময় ইউরোপ মাতানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের শুরুতে যোগ দেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। মাঝে জাতীয় দলে গেমটাইম না পেলে নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে ফের সুযোগ পেতে থাকেন সিআরসেভেন। তার প্রতিদানও দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন। যা জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকটের অপপ্রয়াস
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-শাল জব্দ
ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক
দফায় দফায় পিটিয়ে,ড্রিল মেশিন দিয়ে নির্যাতন শেষে হাসপাতালে যেতেও বাঁধা
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে কিশোরকে গাছেবেঁধে নির্যাতনের অভিযোগ
নতুন প্রজন্মের কাছে পরিচিত হবেন শচীন: জেলা প্রশাসক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২