রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় অসহায়, দুঃস্থ সহ সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য সেবার
ব্রত নিয়ে কার্যক্রম শুরু করেছে আরও একটি প্রাইভেট হাসপাতাল। উপজেলা সদরের
কোট মসজিদ সংলগ্ন এলাকায় চান্দিনা ইবনে সিনা হসপিটাল নামের ওই প্রতিষ্ঠানটি
বুধবার (২২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। উদ্বোধনী
দিনে ২৫ শতাংশ ছাড় দিয়ে সকল প্রকার প্যাথলজি পরীক্ষা সহ স্বাস্থ্য সেবা
দিয়েছে কর্তৃপক্ষ। সকালে উদ্বোধনী উপলক্ষে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত
করা হয়। এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম
শিকদার, ব্যবস্থাপনা পরিচালক মো. সাঈদুজ্জামান রাসেল, ভাইস চেয়ারম্যান মো.
আবুল বাশার প্রমুখ। প্রথম দিনে সেবা প্রদান করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও
সার্জন ডা. আবু হাসনাত সরকার ও ডা. মো. ওমর ফারুক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান
মো. তাজুল ইসলাম শিকদার জানান, অসহায় ও দুঃস্থ রোগীদের জন্য সব সময় স্বল্প
খরচে স্বাস্থ্য সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
