কুমিল্লার
মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোচালক
নিহত হয়েছে। বাসচাপায় আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে একজনের অবস্থা
আশঙ্কাজনক। শনিবার বিকেলে মুরাদনগর ডি. আর সরকারি হাই স্কুল খেলার মাঠের
পূর্ব পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম গিয়াস উদ্দিন
(৪০)। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, খেলা চলাকালীন সময়ে "মুরাদনগর এক্সপ্রেস" নামের একটি যাত্রীবাহী
বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দর্শকদের ভিড়ে ঢুকে পড়ে। এতে
ঘটনাস্থলেই ছয়জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের
মধ্যে শাহজালাল (৪৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই
মর্মান্তিক দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ভাংচুর চালায়।
মুরাদনগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে
দৈনিক কুমিল্লার কাগজকে জানান, বাসচাপায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
উত্তেজিত জনতা কর্তৃক ভাংচুরকৃত বাসটি আটক করা হয়েছে। তবে, এ ঘটনায় এখন
পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।