সোমবার ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:২৪ এএম |


মালয়েশিয়ার পুলিশ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। এই নেটওয়ার্ক দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্র মতাদর্শ ছড়ানো ও অর্থ সংগ্রহে জড়িত ছিল। শুক্রবার দেশটির পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে ওই নেটওয়ার্ক বাংলাদেশি শ্রমিকদের উগ্রবাদের দিকে আকৃষ্ট করত এবং সিরিয়া ও বাংলাদেশে আইএসের উদ্দেশে অর্থ পাঠাত। পুলিশের ভাষ্যমতে, এপ্রিল থেকে চালানো ধারাবাহিক অভিযানে ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা মূলত কলকারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতে মালয়েশিয়ায় এসেছিলেন। তাদের মধ্য থেকেই নেটওয়ার্ক সদস্য সংগ্রহ করা হতো।
তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার চালানো হচ্ছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হতো, যে অর্থ পাঠানো হতো আইএসের জন্য।
তবে সংগৃহীত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। আরও ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানান খালিদ। বাকি ১৬ জন এখনও পুলিশ হেফাজতে রয়েছেন ও তদন্ত চলছে।
তিনি আরও জানান, মোট ১০০ থেকে ১৫০ জন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খালিদ বলেন, যারা ন্যূনতম জড়িত ছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা বেশি জড়িত ছিলেন তাদের মালয়েশিয়ার আইনে অভিযুক্ত করা হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস-এর সঙ্গে যুক্ত একটি হামলার পর সন্দেহভাজন জঙ্গি কর্মকাণ্ডের জন্য শত শত মানুষকে আটক করেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের পর গ্রেফতার কমে এসেছে।












সর্বশেষ সংবাদ
মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরালেন ইউএনও
ইতিহাস গড়ে দেশে ফিরেই সংবর্ধনা পাচ্ছে নারী ফুটবল দল
এদেশের বর্তমান নির্বাচনি ব্যবস্থাকে মেনে নির্বাচন দিন - এড. এম এ মান্নান
চৌদ্দগ্রামে বিনামূল্যে ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
চৌদ্দগ্রামে মাদক সহ আটক ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মিরপুর সড়ক চার লেনে উন্নীত করার দাবীতে মানববন্ধন
কুমিল্লা মুরাদনগরের তিনজনের নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেপ্তার দুই
কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক
জামায়াত যেনতেন নির্বাচন চায় না : কুমিল্লায় বললেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২