রোববার ২৯ জুন ২০২৫
১৫ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় এক বছরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদক জব্দ
মাদক বিরোধী দিবসে কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার
তানভীর দিপু।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:৪৮ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ৪:৫০ পিএম |

কুমিল্লায় এক বছরে প্রায়  ১১ কোটি টাকা মূল্যের মাদক জব্দমাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
বুধবার (২৬ জুন) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
এসময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে।
সভায় প্রধান অতিথি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ টি ইয়াবা বড়ি ওিএক লাখ ৬৮ হাজার ৩২০টি অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে আসামীদের গ্রেফতারের প্রেচেষ্টা অব্যাহত
কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়
ব্রাহ্মণপাড়া- মিরপুর সড়ক রাস্তা ধসে পুকুরে বিলীন হওয়ার শঙ্কা
ব্রাহ্মণপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়,
১০ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যেভাবে মিলবে এই টাকা
অন্যায়ভাবে নীলফামারীতে আটক কুমিল্লার শাহাজাদাসহ দুই সাংবাদিক, ন্যূনতম মামলা দেওয়ার চেষ্টা
জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও টানা ৩ দিনের ছুটি
কুমিল্লায় পাটজাতপণ্য উৎপাদনকারী কারখানা বন্ধের হিড়িক, রপ্তানীতে ধস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২