'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি'- এই স্লোগানে কুমিল্লার লালমাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এর আগে, ভূমি মেলা উপলক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা
সভায় অংশগ্রহণ করেন লালমাই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন
শাফকাত, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, প্রকৌশলী সাবরিন মাহফুজ, কৃষি কর্মকর্তা
আউলিয়া খাতুন, নির্বাচন অফিসার আকতার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মাদুল্লাহ,মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা
মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা
আমিনুল হক, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা
দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন ,ভুলইন উত্তর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল মালেক, পেরুল উত্তর ইউপির প্যানেল এনায়েত হোসেন ,
বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, লালমাই প্রেস ক্লাবের
সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক
প্রদীপ মজুমদার প্রমুখ।
পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগমারা বাজার যানজট নিরসন ও পশুর হাট নিয়ে আলোচনা হয়।
এসময়
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ভূমি
অফিসের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহিতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।