আসন্ন
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জেলা ও
হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লার আঞ্চলিক মহাসড়কগুলোতে
যানজটসহ সড়কের বিভিন্ন বিড়ম্বনা এড়াতে কাজ করবেন পুলিশ। যাতে করে মানুষ ঈদ
যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন।
সোমবার কুমিল্লা জেলা পুলিশের
সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আযহা সুষ্ঠুভাবে উদযাপন ও ঈদ যাত্রা নির্বিঘ্ন
করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিউনের পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে এ
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের ডিআইজি
হাবিবুর রহমান খান। এ সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান।
সভায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের
শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করনীয়
সংক্রান্তেপ্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। হাইওয়ে পুলিশ পূর্ব বিভাগের
ডিআইজি হাবিবুর রহমান খান।
এছাড়াও ঈদের আগে যাত্রীবাহী বাস, পশুবাহী
গাড়ি ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন
করাসহ মহাসড়ক কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি রোধে আন্তরিকতা ও
পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি তিনি অধিক গুরুত্ব আরোপ করেন
ডিআইজি।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পূর্ণ এলাকাগুলোতে সড়ক
নির্বিঘ্ন রাখা এবং চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড দমনে
পুলিশের পাশাপাশি কাজ করবে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলার সদস্যরা।
জেলা
পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে
পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।