বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন টেইট-মুশতাক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:২৫ এএম |





 বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন টেইট-মুশতাক
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। নিয়োগ পাওয়ার পর প্রথমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে। আজ সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে ছিলেন টেইট৷
দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানে সফরে গেছে সেখানেই যোগ দিয়েছেন মুশতাক। তিনি পাকিস্তানি হওয়ায় এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।
এদিকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মাইক হেসনের দায়িত্ব শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ সিরিজ শুরুর আগেই সাবেক এই কিউই কোচ নিজের কাজ শুরু করছেন। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন হেসন পাকিস্তান দলকে আগামী বেশ কিছুদিনের জন্য পরিচালনা করবেন।
তবে পাকিস্তান ক্রিকেটে হেসনের ডেপুটি হিসেবে কারা থাকবেন সেটা নিয়েই ছিল প্রশ্ন। পুরাতন কেউ থাকছেন কি না, কিংবা নতুন কে যুক্ত হচ্ছেন, সেদিকে চোখ ছিল সবার। পাকিস্তান ক্রিকেট বোর্ডও অপেক্ষা লম্বা করেনি। পিএসএল শেষ হতেই প্রকাশ্যে এলো কারা থাকছেন পাকিস্তান দলের কোচিং প্যানেলে। 
বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে আছেন হানিফ মালিক। অ্যাশলি নফকে বোলিং কোচ হিসেবে এবং মোহাম্মদ মাসরুর ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। হানিফ মালিক পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ সম্মানিত কোচ হিসেবে বিবেচিত।, আর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাশলি নফকে কোচিং প্যানেলে দ্বিতীয় আন্তর্জাতিক মুখ।
সহায়ক স্টাফদের মধ্যে ইমরান উল্লাহ স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে এবং তালহা ইজাজ পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নাভিদ আকরাম চিমা আবারও দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ফিরেছেন।
তিন ম্যাচের এই সিরিজ দিয়েই পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। প্রাথমিক প্রস্তাবে ৫ ম্যাচের সিরিজ আয়োজনের কথা ছিল। তবে সেটি শেষ পর্যন্ত নেমে এসেছে তিন ম্যাচে। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক উত্তেজনার প্রভাবে কমেছে দুই ম্যাচ।  

সিরিজ শুরু হবে আগামী ২৮ মে তারিখে। ৩০ এবং ১ তারিখ হবে বাকি দুই ম্যাচ। সিরিজের সব কটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।














সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা ৭ জুন
কুমিল্লায় বাহার-সূচির বিরুদ্ধে আরো এক হত্যা মামলা
বাংলা একাডেমি নজরুল পুরস্কার পাওয়ায় বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হককে সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দখলে-দূষণে মিতল্লা খাল, বর্ষায় ভোগান্তির আশঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মা ও ভাবীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লার বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক আর নেই
কুমিল্লায় জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠিত
শিশু মৃত্যুর এক বছর পর মরদেহ উত্তোলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২